২৬ এপ্রিল, ২০১৮ ১৩:১৯

'তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেননি'

অনলাইন ডেস্ক

'তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেননি'

ফাইল ছবি

তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেননি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুক্তরাজ্যের অভিবাসন আইনে শত শত দেশের নাগরিকরা যেভাবে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে অবস্থান করেন সেভাবেই তিনি (তারেক রহমান) সেখানে অবস্থান করছেন। তিনি যুক্তরাজ্যের হোম অফিসে পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, সারেন্ডার করেননি।  আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

রুহল কবির রিজভী আরও বলেন, খালেদা জিয়ার অসুস্থতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হাঁটুর ব্যথা ক্রমান্বয়ে বাড়ছে। চোখেও সমস্যা দেখা দিয়েছে। বার বার বলার পরও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকার প্রতিশোধপরায়ণ নীতি থেকে বিন্দুমাত্র সরে আসছে না। আমি দ্রুত তার পছন্দের চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করানোর দাবি জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল লতিফ, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর