Bangladesh Pratidin

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০১৮ ১৪:০৩ অনলাইন ভার্সন
পুলিশি বাধায় বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
পুলিশি বাধায় বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পণ্ড

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলার রায় প্রত্যাহারসহ বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবিতে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বিএনপির দলীয় কার্যালয় সামনে জেলা ও মহানগর ছাত্রদল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।

বিক্ষোভ সমাবেশে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আফরোজা খানম নাসরিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক আরিফুর রহমান মুন্না, আরিফুল ইসলাম জনি, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান মিঠুসহ অন্যান্যরা। 

বক্তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। ছাত্রদলের কর্মসূচিকে ঘিরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।

বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow