২৬ এপ্রিল, ২০১৮ ১৫:০০

গাজীপুর-খুলনাসহ কোনো স্থানীয় নির্বাচনেই সেনাবাহিনী থাকবে না: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর-খুলনাসহ কোনো স্থানীয় নির্বাচনেই সেনাবাহিনী থাকবে না: ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ বলেছেন, গাজীপুর, খুলনা সিটি করপোরেশনসহ কোনো স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। পুলিশ, র‌্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন থাকবে। সেই সঙ্গে ১৫ মে গাজীপুর-খুলনা সিটি নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য বিটিআরসি ও অন্যান্য মোবাইল অপারেটরদের  সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 

আজ বৃহস্পতিবার দুই সিটি নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। 

হেলালুদ্দিন আহমেদ বলেন, এই দুই সিটি নির্বাচনে স্বল্প পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এছাড়া ভোট কেন্দ্রে আসা-যাওয়া, ব্যালট পেপারের নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। 

তিনি আরও বলেন, এ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ থাকবে। প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর