২৬ এপ্রিল, ২০১৮ ১৭:৪৩

ইডেন কলেজছাত্রীকে অ্যাসিড নিক্ষেপকারীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

ইডেন কলেজছাত্রীকে অ্যাসিড নিক্ষেপকারীর যাবজ্জীবন

প্রতীকী ছবি

ইডেন কলেজের ছাত্রী শারমিন আখতার আঁখির উপর অ্যাসিড নিক্ষেপকারী মনির উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও দুই নম্বর অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার আসামির উপস্থিতিতে এ রায় দেন। 

রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও অতিরিক্ত এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আদায় করে ভিকটিম আঁখিকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার পর বিক্রি করে জরিমানার টাকা ভিকটিমকে দিতে জেলা ম্যাজিস্ট্রেটকে মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

একই ঘটনায় দণ্ডবিধি আইনের অপর একটি মামলায় আসামিকে দুই বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রায়ের বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৫ জানুয়ারি আঁখি বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হলে আসামি তাকে চাঁনখারপুল এলাকা থেকে জোর করে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। ভিকটিম বিয়েতে রাজি না হওয়ায় আসামি তার সঙ্গে আনা অ্যাসিড ভিকটিমের মাথায় ঢেলে দেন এবং ছুরিকাঘাত করেন। 


বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর