Bangladesh Pratidin

প্রকাশ : ২১ মে, ২০১৮ ১৬:২৮ অনলাইন ভার্সন
'খালেদার মুক্তির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই'
অনলাইন ডেস্ক
'খালেদার মুক্তির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই'
ফাইল ছবি

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। 

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়া রাজবন্ধী নন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি করাগারে রয়েছেন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জেলে থাকায় যেমন নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা হয়নি তেমনি খালেদা জিয়া কারাগারে থাকলেও নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মাওলা নকশেবন্ধী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী প্রমুখ।

বিডি প্রতিদিন/২১ মে ২০১৮/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow