২২ মে, ২০১৮ ১৬:৫৩

মাদরাসা শিক্ষকের মাথায় মল; অভিযুক্তদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

মাদরাসা শিক্ষকের মাথায় মল; অভিযুক্তদের শাস্তি দাবি

বরিশালের বাকেরগঞ্জে মাদরাসা সুপার মো. আবু হানিফাকে নিগৃহীতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান শিক্ষক নেতারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান  নাঈমের সভাপতিত্বে অন্যরা এতে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, বরিশালে মাদরাসা সুপার আবু হানিফার ওপর এমন বর্বরতা মেনে নেওয়া যায় না। শিগগিরই অপরাধীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে যাতে কেউ মানুষ গড়ার কারিগর শিক্ষকদের ওপর এমন কোন নিপীড়ন, নির্যাতনের সাহস না দেখায়। এছাড়া আসন্ন বাজেটে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার জন্য বরাদ্দের দাবি জানান তিনি।


বিডি প্রতিদিন/২২ মে ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর