২২ মে, ২০১৮ ২০:২৪
নকল সেমাই উৎপান ও বৈধ কাগজপত্র না থাকা

রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

নকল সেমাই উৎপাদন ও অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতর। 

মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে সংস্থাটি।

অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় সঙ্গে ছিলেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা। অভিযানে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ ও ১১-এর সদস্যরা।

বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৮/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর