২৩ মে, ২০১৮ ২০:৫২

কোটা সংস্কার আন্দোলন নেতা সোহেলের ওপর হামলা

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন নেতা সোহেলের ওপর হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের নেতা এপিএম সোহেলের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বুধবার বিকাল ৩টার দিকে পরীক্ষা শেষ করে বাসায় ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হামলার শিকার হন তিনি।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে এলে সন্ত্রাসীদের ১০-১২ জন তার ওপর হামলা চালায় বলে দাবি করেন সোহেল। গুরুতর আহত অবস্থায় তিনি এখন রাজধানীর গেন্ডারিয়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম নয়ন বলেন, ‘আহত সোহেল আমাদের কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। বিকাল ৩টার দিকে তার ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। রড ও লাঠির আঘাতে সোহেলের ঠোঁট ও নাক ফেটে গেছে। তাছাড়া পা ও পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর