২৫ মে, ২০১৮ ১৬:৫৩

রাজধানীতে পচা মাংস বিক্রির দায়ে ৪ জনের দণ্ড

অনলাইন ডেস্ক

রাজধানীতে পচা মাংস বিক্রির দায়ে ৪ জনের দণ্ড

ফাইল ছবি

রাজধানীর কাপ্তান বাজারে পচা মাংস বিক্রির দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে বিভিন্ন মাংসের দোকানে পচা মাংস বিক্রির প্রমাণ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন র‌্যাবের-১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

এসময় মাংসের নির্ধারিত মূল্য তালিকার চেয়ে বেশি দাম রাখায় সাত দোকানিকে চার লাখ টাকা জরিমানা ও প্রায় ৩০ মণ পচা মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সারওয়ার আলম জানান, ৩০ মণের বেশি পচা মাংস জব্দ করা হয়েছে। জব্দ হওয়া মাংস বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে বিক্রি করা হতো। এগুলো বাজারের ফ্রিজে রাখা ছিল। যা প্রায় দীর্ঘ ছয় মাস আগের। 

এছাড়া তিনি আরো জানান, দোকানগুলোতে খাসির মাংসের ওজন বাড়াতে পানিতে ভিজিয়ে রাখতে দেখা গেছে। 


বিডি প্রতিদিন/২৫ মে ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর