২৬ মে, ২০১৮ ২২:২৫

'মানুষ বাঁচাতে দানবের বিরুদ্ধে অভিযান চলছে'

অনলাইন ডেস্ক

'মানুষ বাঁচাতে দানবের বিরুদ্ধে অভিযান চলছে'

ফাইল ছবি

জঙ্গিদমন ও মাদকবিরোধী অভিযান ‘জিরো টলারেন্স’ নীতিতেই পরিচালিত হবে জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মানুষ বাঁচাতে দানবের বিরুদ্ধে এ অভিযান। আর দানবাধিকারের জন্য মায়াকান্নার রাজনীতির দিন শেষ।’ 

শনিবার বিকেলে ঢাকায় পল্টনের মুক্তি ভবন মিলনায়তনে ন্যাপ (মোজাফফর) এর প্রয়াত সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল মজিদ বেলাল স্মরণে ১৪ দল আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি। 

হাসানুল হক ইনু বলেন, ‘শেখ হাসিনার সরকার কখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি দেয় না। একাত্তরের গণহত্যা, বঙ্গবন্ধু হত্যা, ২১শে আগস্টের গ্রেনেড হামলাকারীদের মধ্যে স্বীকৃত খুনিদেরও বিনাবিচারের আওতায় আনা এনেছে শেখ হাসিনার সরকার।’

ন্যাপের (মোজাফফর) প্রয়াত সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল মজিদ বেলালকে জঙ্গি ও মাদক দমনের সাহসী সৈনিক হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গি ও মাদক দমনে সফলতার মাধ্যমেই অধ্যক্ষ বেলালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হবে।’ 

সভায় অন্যদের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সিপিবি সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। 

বিডি প্রতিদিন/২৬ মে ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর