২৭ মে, ২০১৮ ১৩:৩৬

বিদ্যুতের দাম বৃদ্ধি কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক

বিদ্যুতের দাম বৃদ্ধি কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

গত বছরের ২৩ নভেম্বর বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। এর পরিপ্রেক্ষিতে ২৩ মে হাইকোর্টে রিট দায়ের করে বাংলাদেশ কনজ্যুমার অ্যাসোসিয়েশন (ক্যাব)। এর প্রেক্ষিতে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন বেআইনি নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন।

প্রসঙ্গত, বর্তমান সরকারের গত ৯ বছরে বিদ্যুতের দাম ৮ বার বেড়েছে। সর্বশেষ গত বছরের ১ সেপ্টেম্বর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় গড়ে ৬ দশমিক ৯৬ শতাংশ।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর