Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ জুন, ২০১৮ ১২:৩৫ অনলাইন ভার্সন
আপডেট : ১৩ জুন, ২০১৮ ১৪:৫৩
ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশ সদস্যসহ দুইজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশ সদস্যসহ দুইজনের মৃত্যু
সংগৃহীত ছবি

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩ জন। অাজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ শহরতলী দিগারকান্দা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল সাইফুল ও হাশেম (২৮) নামে এক যুবক।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকার মোড়ে দাঁড়িয়ে থাকা পাঁচ থেকে ছয়টি সিএনজি চালিত অটোরিকশা ও মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।

ট্রাকচালক  সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন জানিয়ে তিনি আরও বলেন, এ কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এই যানগুলোকে চাপা দেয়। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। 

এসআই নাজমুল ইসলাম বলেন, ঘটনার পর পরই চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

গাজীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, সাইফুল ঈদের ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সকালে তিনি ট্রাকচাপায় নিহত হয়েছেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow