Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ জুন, ২০১৮ ১৫:০৫ অনলাইন ভার্সন
খুলনায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে মতবিনিময়

খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. মো. আবুল হাসান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম জাহিদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। 

সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু। মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ ঘোষণা করা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow