১৬ জুন, ২০১৮ ২০:৪৪

বরিশালে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

ঈদের প্রথম দিন বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্রে বিভিন্ন বয়সের মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে ঈদের প্রথম দিন দুপুরের পর এক পশলা বৃষ্টি সাময়িক সময়ের জন্য হলেও নগরবাসীর ঈদ আনন্দে ছন্দপতন ঘটিয়েছে। অপরদিকে ভ্যাপসা গরমের হাত থেকে রক্ষা পেয়েছে নগরবাসী। সব কিছু মিলয়ে ঈদের দিনটি আনন্দ-উৎসবমুখরভাবে কেটেছে বরিশালবাসীর। আগামী কয়েকদিন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

নদী-খালের দেশ বরিশালের নদ-নদীর তীরবর্তী বিভিন্ন মনোরম পরিবেশে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে বেড়াতে স্বচ্ছন্দ বোধ করেন অনেকেই। কিন্তু ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে এসব বিনোদন কেন্দ্রগুলো পরিণত হয় লোকারণ্যে। 

এবারও কীর্তনখোলা নদী তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকা, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, কীর্তনখোলা নদীর উপর নির্মিত দপদপিয়া সেতু (শহীদ আব্দুর রব সেরনিয়াবাত), উজিরপুরের গুঠিয়ার দৃষ্টিনন্দন বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স এবং বিশ্ববিদ্যালয় এলাকাও বিনোদনপ্রেমীদের ভিড় দেখা গেছে ঈদের প্রথম দিনে। সাথে নদীতে নৌকা-ট্রলারে বেড়ানোর সুযোগ। বিনোদন কেন্দ্রে আসা অনেকে পরিবারের সাথে ঈদ করতে এসেছেন সুদূর বিদেশ থেকে। আবার কেউ ঈদের ছুটিতে বাড়ি যেতে না পেরে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। 

প্লানেট পার্কের রাইডারগুলো বিশেষ আকর্ষণ ছিলো শিশুদের। তবে ঈদের দিন দুপুরের পর এক পশলা বৃষ্টি সাময়িক ছন্দ পতন ঘটিয়েছিলো নগরবাসীর। বৃস্টির পর পুরো বিকেল-সন্ধ্যা মেঘলা বাতাস থাকায় স্বস্তিতে ছিলো মানুষ। 

আগামী কয়েক দিন আরও এসব বিনোদন কেন্দ্রে ভিড় হবে বলে মনে জানিয়েছেন নগরীর প্লানেট পার্টের ব্যবস্থাপক সোহরাব হোসেন। 

এদিকে ঈদ উৎসব শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান। 


বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর