১৭ জুন, ২০১৮ ১১:৪৬

ঈদের পরদিনও কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

অনলাইন প্রতিবেদক

ঈদের পরদিনও কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

নাড়ির টানে বাড়ি ফিরতে ঈদের পরদিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা যাচ্ছে। কাজের চাপ, টিকিট না পাওয়া কিংবা ভোগান্তি এড়াতে ঈদের আগে যারা ঢাকা ছাড়তে পারেননি তাদের অনেকেই আজ রবিবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 

সরেজমিনে কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা গেছে, রবিবার ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বাড়ি ফিরতে কেউ কেউ আবার এসেছেন ভোরবেলা। তাদের অধিকাংশই ঈদের আগে টিকিট পাননি বলে জানিয়েছেন।

এদিকে, যাত্রীদের কথা মাথায় রেখে রবিবার একাধিক ট্রেন রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিন ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে প্রায় ৩০টির মতো ট্রেনের।

মুহিবুল নামের এক রিকশাচালক বলেন, পরিবার নিয়ে আজ বাড়িতে যাচ্ছি। ঈদের আগে টিকিট কাটতে এসে পাইনি, তাই আজ এসেছি। তবে আজও দেখছি অনেক ভিড়। 

বাংলাদেশ রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, যাত্রীদের কথা মাথায় রেখে পর্যাপ্ত ট্রেন রাখা হয়েছে। আশা করি সবাই তাদের গন্তব্যে ফিরতে পারবেন।

বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৮/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর