১৭ জুন, ২০১৮ ১৩:২৫

শিশু পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

অনলাইন প্রতিবেদক

শিশু পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

ছবি: জয়ীতা রায়

ঈদের দিনের মতো আজও রাজধানীর শাহাবাগের শিশু পার্ক দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। শনিবার সরকারি ছুটি থাকায় সকাল থেকে শিশু-প্রবীণ সব বয়সী মানুষের ভিড় দেখা যাচ্ছে। দুপুরের পর সেই ভিড় আরও বেড়েছে।

শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, শিশু পার্কের রাইডগুলোর সামনে শিশুদের নিয়ে তাদের বাবা-মা ও আত্মীয়রা দাঁড়িয়ে রয়েছেন। কেউবা বিমান, কেউবা ঘোড়া, চর্কা, আবার কেউবা নাগরদোলায় ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। শিশুদের সঙ্গে তাদের বাবা-মাও রাইডে উঠছেন। এদের কেউ কেউ শিশুকে ধরে রাখার জন্য, আবার কেউ ইচ্ছে করেই উঠছেন।

সূত্র জানায়, প্রতিবছর ঈদের সময় প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার দর্শনার্থী শিশু পার্কে আসে। এ বছর এই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

ঈদের দিন থেকে শুরু করে টানা ৫ দিন সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত শিশু পার্ক খোলা থাকবে। পার্কে ঢোকার জন্য প্রত্যেককে দিতে হবে ১৫ টাকা প্রবেশমূল্য এবং প্রতি রাইড ফি ১০ টাকা। 

বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর