১৯ জুন, ২০১৮ ১২:৩৪

ঢাকায় এসে ছিনতাইয়ের শিকার জার্মান তরুণী

অনলাইন ডেস্ক

ঢাকায় এসে ছিনতাইয়ের শিকার জার্মান তরুণী

সুইন্ডে উইদারহোল্ড

ঢাকায় এসে ছিনতাইয়ের শিকার হলেন জার্মান তরুণী সুইন্ডে উইদারহোল্ড। গত বৃহস্পতিবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তার ল্যাপটপের ব্যাগটি নিয়ে যায়। ওই ব্যাগে তার ল্যাপটপ, ক্যামেরা, ক্রেডিট কার্ড এবং তার দুটি হার্ডডিস্কসহ অন্যান্য জিনিস ছিল। 

ভ্রমণপ্রিয় সুইন্ডে গত জানুয়ারিতে ফটোগ্রাফি শিখতে আর ছবি তুলতে বাংলাদেশে আসেন। কিন্তু ছিনতাইয়ের শিকার হয়ে সব হারিয়ে শুক্রবার ভোরে কাঁদতে কাঁদতে ঢাকা ছাড়েন জার্মান তরুণী।

এ ঘটনার পর ধানমন্ডি থানায় একটি মামলা করেছেন সুইন্ডে। তিনি জানান, রিক্সায় বসা ছিলেন তিনি, হঠাৎ একটি সাদা গাড়ি থেকে তার হাতে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়। গাড়ির নম্বরপ্লেট বাংলায় থাকায় তিনি সেটি বুঝতে পারেননি। রিক্সাচালকও সেটি খেয়াল করেননি।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ইন্সপেক্টর (তদন্ত) পারভেজ ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত কাউকে এখনও শনাক্ত করা যায়নি। অপরাধীকে গ্রেপ্তারের জোর চেষ্টা করছি।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর