১৯ জুন, ২০১৮ ১৭:৩১

বরিশাল সিটি নির্বাচন; মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল সিটি নির্বাচন; মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য মেয়র পদে ৪ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

আজ বিকেল পর্যন্ত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ.কে আজাদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়েদুর রহমান মাহবুব মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এছাড়া ৩০টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে নির্বাচন অফিস সূত্র। 

গত ৩০ মে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ জুন বরিশাল সিটিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১ ও ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৯ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।  ১০ জুলাই প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশনের চতুর্থ পরিষদের ভোট গ্রহণ।  

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর