২০ জুন, ২০১৮ ০৯:৫২

কমলাপুর স্টেশনের বাথরুমে ভারতীয় নারীর সন্তান প্রসব

অনলাইন ডেস্ক

কমলাপুর স্টেশনের বাথরুমে ভারতীয় নারীর সন্তান প্রসব

ঢাকা রেলওয়ে থানার বাথরুমে সন্তান প্রসব করেছে রোকসানা আক্তার নামে এক ভারতীয়। সোমবার রাতে ছেলে সন্তানের জন্ম দেন ওই নারী। মা-ছেলেকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল এরপর ঢামেকে ভর্তি করা হয়। 

চিকিৎসকরা বলছেন, মা-ছেলে দু'জনই সুস্থ আছেন। জানা গেছে, রোকসানার বাবার নাম রাসুল এবং মায়ের নাম খারুন্নেসা। তাদের গ্রামের বাড়ি ভারতের মাইসুর জেলার বেঙ্গল থানা এলাকায়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুরে আসছিলেন রোকসানা। পথে গেন্ডারিয়া স্টেশনে ব্যথা অনুভব করেন। তার সঙ্গে কেউ ছিল না। কমলাপুর স্টেশনে এলে ট্রেন কর্তৃপক্ষ রোকসানাকে ঢাকা রেলওয়ে থানা পুলিশের কাছে বুঝিয়ে দেন। থানায় আসার পর রোকসানা বাথরুমে যেতে চান।

তিনি বাথরুমে গিয়ে বেশ কিছুটা সময় নেন। পরে বাথরুম থেকে পুলিশ সদস্যরা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। বাথরুমের দরজা খুললে রোকসানাসহ তার সন্তানকে উদ্ধার করা হয়। 

ওসি আরও জানান, রোকসানা ভারতীয় নাগরিক। তার স্বামীর নাম আবদুল। তিনি বাংলাদেশি নাগরিক। রোকসানা বাংলায় কথা বলতে পারেন না।

বিডি প্রতিদিন/২০ জুন ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর