Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ জুন, ২০১৮ ১৫:৩২

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন

মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হওয়ার হুঁশিয়ারি জাপা নেতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হওয়ার হুঁশিয়ারি জাপা নেতার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলে নেতাকর্মীদের নিয়ে গণপদত্যাগসহ বিদ্রোহী প্রার্থী হওয়ার হুশিয়ারি দিয়েছেন জেলা জাতীয় পার্টির (জাপা) যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ ঝুনু। 

বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। 

সংবাদ সম্মেলনে ঝুনু দাবি করেন, যাকে বরিশালের মানুষ চেনেন না, যিনি কখনও বরিশালের মানুষের পাশে ছিলেন না; এ ধরনের একজন মানুষকে বরিশালে জাতীয় পার্টির মেয়র প্রার্থী করার চক্রান্ত চলছে। ঝুনু প্রশ্ন রাখেন, সারা জীবন জাতীয় পার্টির জন্য কাজ করে কি পেয়েছেন তিনি?

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যবসায়ী ইকবাল হোসেন তাপসের নাম নগরীতে আলোচিত হচ্ছে। তার ছবি ও নাম সংবলিত বিলবোর্ড-পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে নগরী। 

এই পরিস্থিতিতে ঝুনু সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির কাছে মেয়র পদে মনোনয়ন দাবি করেন। এই দাবি পূরণ না হলে গণপদত্যাগসহ বিদ্রোহী প্রার্থী হওয়ার হুশিয়ারি দেন তিনি। 

এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৮/মাহবুব


আপনার মন্তব্য