Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ জুন, ২০১৮ ১৫:০৩

খালেদার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

খালেদার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বরিশালে বিক্ষোভ

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বরিশালে পুলিশের কঠোর বেস্টনীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ ও মহানগর যুবদলের সভাপতি আকতারুজ্জামান শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু ও দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এএইচএম তসলিম উদ্দিন। 

বিএনপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিএনপি কার্যালয় এবং সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। 

বিডি প্রতিদিন/ফারজানা


আপনার মন্তব্য