শিরোনাম
২৩ জুন, ২০১৮ ১১:৪৫

বরিশালে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

বরিশালে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ১৫টি রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। বাস ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার প্রতিবাদে এ ধর্মঘট পালন করা হচ্ছে। 

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতারা জানান, বৃহস্পতিবার (২১ জুন) সকালে ঝালকাঠি বাস মালিক সমিতি বরিশালের বাস চলাচলে বাধা দেয় এবং ঝালকাঠির রায়াপুর নামক স্থানে বরিশালের বাসগুলো আটকে দেয়। এমনকি বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও স্টাফদের মারধর করে তারা। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচার দাবিতে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস মালিক ও শ্রমিকরা ১৫ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এর ফলে ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও খুলনার যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

বিষয়টি নিশ্চিত করে রুপাতলীস্থ বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম টিটু জানান, বাস ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার প্রতিবাদে শনিবারও (২৩ জুন) রুপাতলী বাসস্ট্যান্ড থেকে দক্ষিণাঞ্চলের ১৫ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২২ জুন) বিকেলে বরিশাল ও ঝালকাঠি মালিক সমিতির বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।


বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর