২৩ জুন, ২০১৮ ১৪:৪২

প্রশিক্ষণে জর্ডান গেলেন এপিবিএনের ২৪ সদস্য

অনলাইন ডেস্ক

প্রশিক্ষণে জর্ডান গেলেন এপিবিএনের ২৪ সদস্য

প্রশিক্ষণ নিতে জর্ডান গেলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২৪ জন সদস্য। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার সময় কাতার এয়ারওয়েজযোগে তারা জর্ডানে যান বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

ঘটনার বিবরণে জানা যায় জর্ডান আন্তর্জাতিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিতব্য কুইক রিয়েকশনারি ফোর্স (কিউআরএফ-০২) কোর্সে অংশগ্রহণের জন্য এপিবিএনের ২৪ জন সদস্য নির্বাচিত হন। এর মধ্যে বিমানবন্দর আর্মড পুলিশের ১২ জন এবং ২ এপিবিএনের ১২ জন রয়েছে। মাসব্যাপী এ প্রশিক্ষণ আগামী ২৪ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত চলবে। প্রশিক্ষণ শেষে লব্ধ জ্ঞান বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানে কার্যকরী ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের এন্টি টেররিজম এসিস্ট্যান্স এর সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।


বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর