২৪ জুন, ২০১৮ ১৬:১২

খুলনায় হজ যাত্রীদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় হজ যাত্রীদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

খুলনা জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি হজ যাত্রীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

রবিবার সকালে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, খুলনা জেলা প্রশাসন ও বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এ প্রশিক্ষনের আয়োজন করে। চারদিনে ১৪৫০ জন হজ যাত্রীকে প্রশিক্ষণ দেয়া হবে।

খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন, বয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রওশন আকতার, খুলনা হাজী কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ সাইদুর রহমান এবং হজ্জ এজেন্সিস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) প্রতিধিনি মাওলানা মোঃ ফররুখ হোসাইন। স্বাগত বক্তৃতা করেন খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমির  প্রশিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম। মূখ্য সমন্বয়ক ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ ইমরান খান।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর