শিরোনাম
১৫ জুলাই, ২০১৮ ২০:৪০

শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক

অনলাইন ডেস্ক

শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ইমিগ্রেশন অফিসের দোতলায় হঠাৎ ধোঁয়া দেখা দিলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ শুরু করে। তবে তারা এসে কোনো আগুন (ফ্লেইম) দেখতে পাননি, কিন্তু ধোঁয়া দেখেছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ।

সিভিল এভিয়েশনের পরিচালক কাজী ইকবাল কবির বলেন, ‘সব কিছু স্বাভাবিক। এয়ারলাইন্স চলাচল ও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

আগুন লাগার বিষয়ে তিনি বলেন, ইমিগ্রেশন পর লবিতে যেখানে যাত্রীরা বসেন সেখানে ধোঁয়া দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে গিয়েছিল। কোথাও কোনো আগুন দেখা যায়নি। ধোঁয়ায় আতঙ্ক সৃষ্টি হয়।

ধোঁয়ার উৎস সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মনে করছেন, সিলিংয়ের কোনো একটি ক্যাবলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে শুধু ধোঁয়া দেখতে পায়।

বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বপালনকারী সংস্থা এপিবিএনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। তবে ইমিগ্রেশন লবিতে ধোঁয়া দেখতে পেয়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটা নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।

বিডি-প্রতিদিন/১৫ জুলাই, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর