১৮ জুলাই, ২০১৮ ০২:৫৫

মাদক ব্যবসায়ীদের ছোড়া এসিডে সেলুন ব্যবসায়ী দগ্ধ

অনলাইন ডেস্ক

মাদক ব্যবসায়ীদের ছোড়া এসিডে সেলুন ব্যবসায়ী দগ্ধ

রাজধানীর মিরপুর-১১ নম্বর সংলগ্ন মিল্লাত ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের ছোড়া এসিডে মো. পারভেজ (৪৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। দগ্ধ পারভেজ পেশায় তিনি নিজেও সেলুন ব্যবসায়ী। তিনি পরিবারসহ মিল্লাত ক্যাম্পে থাকেন বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে পারভেজের মুখমণ্ডলসহ গলা, বুক, দুই হাত এসিডে ঝলসে যায়। দ্রুত পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ পারভেজ জানান,  ক্যাম্পের ভেতরে সাহের নামে এক ব্যক্তির সেলুনে বসেছিলেন। হঠাৎ ক্যাম্পের মাদক ব্যবসায়ী সুনীলের সহযোগী জনি তাকে লক্ষ্য করে এসিড ছুড়ে। ক্যাম্পে মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী সুনীলের নির্দেশ সহযোগী জনি তাকে এসিড ছুড়েছে।

ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, এটি কেমিক্যাল বার্ন। পারভেজের ১২ শতাংশ পুড়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, এসিডের ঘটনা পুলিশ জানতে পেরেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর