১৮ জুলাই, ২০১৮ ১৯:১২

'নাশকতায় ফেসবুকের ব্যবহার ঠেকাতে সরকার কাজ করছে'

অনলাইন ডেস্ক

'নাশকতায় ফেসবুকের ব্যবহার ঠেকাতে সরকার কাজ করছে'

ফাইল ছবি

আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য নাশকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে, তাদের ব্যাপারে সরকার কাজ করছে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
 
আমু বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে অনেককে সাজা দেওয়া হয়েছে। চিহ্নিতদের আইনের আওতায় আনা হয়েছে। যার কারণে অভিযান অত্যন্ত ফলপ্রসূভাবে এগিয়ে যাচ্ছে। বর্তমানে কারাগারে আছে ৮৯ হাজার ৫৮৯ জন, তার ৪২ শতাংশই মাদকবিরোধী অভিযানে ধরা পড়েছে।
 
তিনি বলেন, মাদকের পাচার রোধে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিজিবির সঙ্গে অন্যান্য সংস্থাগুলো, তারাও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ কমিটির সদস্যরাউপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর