১৯ জুলাই, ২০১৮ ২২:১৪

বরিশালে জাপার বিদ্রোহী প্রার্থী ঝুনুকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে জাপার বিদ্রোহী প্রার্থী ঝুনুকে দল থেকে বহিষ্কার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী সদর উপজেলা শাখার সভাপতি ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বশির আহম্মেদ ঝুনুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বশির আহম্মেদ ঝুনু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০/১ (ক) ধারা ক্ষমতাবলে তাকে দলের সকল সদস্য পদ থেকে বহিষ্কার করেন।

উল্লেখ্য, বরিশালে জাপা মনোনীত মেয়র প্রার্থী হলেন ইকবাল হোসেন তাপস। পার্টির এই সিদ্ধান্ত উপেক্ষা করে হরিণ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সদর উপজেলা জাপা সভাপতি বশির আহম্মেদ ঝুনু। মনোনয়নপত্রে অস্তিত্বহীন ভোটারের স্বাক্ষরের প্রমান পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান প্রার্থী প্রথমে ঝুনুর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে তিনি উচ্চাদালতে আপীল করে প্রার্থীতা ফিরে পান।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর