২০ জুলাই, ২০১৮ ১৫:১২

'ভেন্টিলেশন' চলছে রাজীব মীরের

শামছুল হক রাসেল

'ভেন্টিলেশন' চলছে রাজীব মীরের

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে খবর রটে, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক রাজীব মীর আর নেই'। প্রকৃতপক্ষে এ রিপোর্ট লেখা পর্যন্ত খবরটি সত্য নয়। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমানে ভেন্টিলেশনের মাধ্যমে তার শ্বাস প্রশ্বাস চলছে। এছাড়া রাজীবের পালসও আছে বটে। ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতাল থেকে আজ শুক্রবার দুপুর ২টায় মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এসব জানান রাজীব মীরের ভগ্নিপতি আখতার উদ্দিন। সেখানে চিকিৎসার শুরু থেকে রাজীব মীরের সাথে রয়েছেন তিনি।

রাজীব মীরের এই ভগ্নিপতি আরও বলেন, চিকিৎসকরা আশা পুরোপুরি ছেড়ে দিয়েছেন। রাজীবের সুস্থতা নির্ভর করছে এখন সৃষ্টিকর্তার ওপর। গত ১৪ জুলাই  থেকে রাজীবের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এছাড়া শরীরে অ্যামোনিয়া বেড়ে গেছে প্রচুর। অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বলা যেতে পারে, রাজীব এখন লাইফ সাপোর্টে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর