২০ জুলাই, ২০১৮ ১৫:৪৬

অবশেষে স্বস্তির বৃষ্টি

অনলাইন প্রতিবেদক

অবশেষে স্বস্তির বৃষ্টি

প্রচণ্ড দাবদাহের মধ্যে অবশেষে রাজধানী ও এর আশপাশের কয়েকটি এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। মুষলধারে বৃষ্টি না হলেও এতেই জনজীবনে স্বস্তি এসেছে। বৃহস্পতিবার থেকে তীব্র তাপদাহে নগর জীবন হয়ে উঠেছিল তৃষ্ণার্থ। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি, বৃষ্টিহীন দিন হবার কারণে বাতাসে আর্দ্রতা ছিল বেশি। তাই গরম অনুভূত হয়েছে তাপমাত্রার চেয়েও বেশি। তবে আজ বিকেল থেকে রূপগঞ্জ, নরসিংদী, পূর্বাচল ও রাজধানীতে বৃষ্টি নামায় স্বস্তি এসেছে জনজীবনে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, আজ শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, ২০১৪ সালের ২২ এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা পাঁচ দশকের সর্বোচ্চ।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর