২১ জুলাই, ২০১৮ ১৩:১৩

মিরপুরে গুপ্তধনের সন্ধানে মাটি খুঁড়ছে পুলিশ

অনলাইন ডেস্ক

মিরপুরে গুপ্তধনের সন্ধানে মাটি খুঁড়ছে পুলিশ

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে একতলা একটি বাড়িতে গুপ্তধনের সন্ধানে মাটি খুঁড়ছে পুলিশ। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ওই বাড়ির মাটি খুুঁড়ার কাজ চলছে। 

গুপ্তধন রয়েছে লোকমুখে স্থানীয়দের কাছ থেকে এমন কথা শুনে বাড়ির মালিক নিজেই মিরপুর থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেন। বাড়ি মালিক আরও জানিয়েছেন, যদি গুপ্তধনের সন্ধান পাওয়া যায় তাহলে তিনি তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন।

এদিকে, গুপ্তধনের সন্ধানে পুলিশের মাটি খুঁড়া দেখতে আশপাশের উৎসুক বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছে। আর যারা মাটি খোঁড়ার কাজে লিপ্ত রয়েছেন তারা বলছে, গুপ্তধনের সন্ধান পাওয়া যেতে পারে। কারণ, নিচে পুরানো বাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে।
 
বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৮/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর