২৩ জুলাই, ২০১৮ ১৩:৪৭

বিদেশ যাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে ইমরান সরকারের রিট

অনলাইন ডেস্ক

বিদেশ যাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে ইমরান সরকারের রিট

ফাইল ছবি

বিদেশ যেতে ‘বাধা’ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ এবং বিদেশ যাওয়ার অনুমতির দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। আজ সোমবারই এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।  

রিট করার বিষয়টি ইমরান এইচ সরকার নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, তার পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম শুনানি করবেন।

গণজাগরণমঞ্চের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে ‘বাধা’ দেয়ার অভিযোগ তোলা হয়েছে।এতে বলা হয়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে বিমানবন্দর থেকে ফিরতে হয় ইমরানকে। মার্কিন পররাষ্ট্র দফতরের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরে ইমিগ্রেশনসহ সব প্রয়োজনীয় কাজ শেষে বিমানে ওঠার পর সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়।

বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর