২৫ জুলাই, ২০১৮ ১৭:৫৮

গাজীপুরে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা আটক

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা আটক

প্রতীকী ছবি

গাজীপুরের পাসপোর্ট অফিস থেকে মো. জসিম উদ্দিন (২৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। আটক জসিম কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাসপোর্ট করতে গাজীপুরে আসে। তার বাবার নাম আক্কাছ আলী। মঙ্গলবার দুপুর একটার দিকে পাসপোর্ট করতে আসা ওই রোহিঙ্গাকে আটক করা হয়। 

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. সালেহ উদ্দিন জানান, গাজীপুর অফিসে এসে পাসপোর্টের জন্য আবেদন করেন জসিম। পাসপোর্টের আবেদন ফরমে ওই রোহিঙ্গা জসিম গাজীপুরের টঙ্গীর মন্নু নগরের ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টা করে। তার স্থায়ী ঠিকানা মেহেরপুর সদরে বলে উল্লেখ করা হয়। যাছাই বাছাইয়ের এক পর্যায়ে তার কথাবার্তা ও আচার আচরণে অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে একজন রোহিঙ্গা বলে দাবি করে। এছাড়া সে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছিল এবং মিয়ানমারের নাগরিক বলে পুলিশের কাছে স্বীকার করে। এ সময় জয়দেবপুর থানায় খবর দেয়া হলে একদল পুলিশ এসে জসিমকে আটক করে নিয়ে যায়। 

তাকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে উখিয়ার ওই ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। 


বিডি প্রতিদিন/২৫ জুলাই ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর