১৩ আগস্ট, ২০১৮ ১৮:৫৭

দ্বিমত হতেই পারে, মতবিরোধ নেই : ইসি মাহবুব

নিজস্ব প্রতিবেদক

দ্বিমত হতেই পারে, মতবিরোধ নেই : ইসি মাহবুব

ফাইল ছবি

বর্তমানে নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের বক্তব্য নিয়ে নানা অালোচনা-সমালোচনা চলছে। কিন্তু এসব বিষয়কে মতবিরোধ হিসেবে দেখছেন না নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। 

অাগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, নির্বাচন কমিশন সম্পর্কে দ্বিধা, দ্বন্দ্বের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এ নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে নির্বাচন কমিশনকে ছবকও দিচ্ছে। কোনো নির্দিষ্ট বিষয়ে অামাদের দ্বিমত হতেই পারে। কিন্তু তা মতবিরোধ হিসেবে গণ্য করা ঠিক হবে না।

তিনি বলেন, পত্রিকায় এমন সংবাদও বেড়িয়েছে যে, প্রধান নির্বাচন কমিশনার ও অামার মধ্যে মতবিরোধ রয়েছে। কিন্তু অামাদের মধ্যে কোনো রকম মতবিরোধ রয়েছে বলে অামি মনে করি না। কোনো নির্দিষ্ট বিষয়ে অামাদের দ্বিমত হতেই পারে। কিন্তু তা মতবিরোধ হিসেবে গণ্য করা ঠিক হবে না।

ইসি মাহবুব অারও বলেন, পাঁচজন কমিশনার মিলে একক স্বত্ত্বা। অাগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে বলে অামি বিশ্বাস করি। অামরা সকল কমিশনার দেশবাসীকে একটি ভালো নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। 

সাংবিধানিকভাবে অামাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অামরা সচেতন রয়েছি বলেও জানান এ নির্বাচন কমিশনার।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর