১৬ আগস্ট, ২০১৮ ১৯:৩১

তিনদিনের রিমান্ডে কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুনা

আদালত প্রতিবেদক

তিনদিনের রিমান্ডে কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুনা

ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় করা রাজধানীর রমনা থানায় করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আন্দোলনকারী লুনাকে তিনদিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
এরআগে আসামিকে আদালতে হাজির করে ৫ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন কাউন্টার টেরোরিজম এন্ড ক্রাইম বিভাগের পরিদর্শক রফিকুল ইসলাম। রিমান্ড আবেদনে বলা হয়, ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ফেসবুকে গুজব ছড়ায় আসামি। এ ঘটনার সঙ্গে আরো কারা কারা জড়িত আছে তাদের গ্রেফতার ও নাম ঠিকানা সংগ্রহের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
 এসময় আসামির আইনজীবীরা রিমান্ডে বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানী শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন। আসামি লুনা কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক।
এর আগে বুধবার ভোরে ডিএমপির তদন্ত টিম ও বেলকুচি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচি যমুনা নদীর দুর্গম চরাঞ্চল ক্ষিদ্র চাপড়ির চর থেকে আসমিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসমি লুৎফুন্নাহার লুনা গোপালগঞ্জর কাশিয়ানী উপজেলার বাঐখোলা গ্রামের আব্দুল কুদ্দুছের মেয়ে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর