১৮ আগস্ট, ২০১৮ ১৬:১১

বরিশালে অসচ্ছল শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে অসচ্ছল শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

‘ছড়িয়ে যাক ঈদের খুশি, সবার মুখে ফুটুক হাসি’ স্লোগান নিয়ে বরিশালে দুঃস্থ ও অসচ্ছল শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উচ্ছ্বাস ও স্বপ্নপূরণ বিদ্যানিকেতন। শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ব্যাপ্টিষ্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উচ্ছ্বাস ও স্বপ্নপূরণ বিদ্যানিকেতন সভাপতি প্রসেনজিতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ। উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বঙ্কিম চন্দ্র সরকার, বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভাগীয় সমন্বয়কারী মো. বাহাউদ্দিন গোলাপ, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, ব্যাপ্টিষ্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা মেরি সূর্যানী সমাদ্দারসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে নগরীর বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসচ্ছল শতাধিক পরিবারের মাঝে দুধ, চিনি, সেমাইসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। 


বিডি প্রতিদিন/১৮ আগষ্ট ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর