১৯ আগস্ট, ২০১৮ ১১:২৯

বকেয়া বেতনের দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বকেয়া বেতনের দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন রাজশাহী সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। রবিবার সকালে তারা কাজে যোগদান না করে এ আন্দোলন শুরু করেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর অদূরে রাজশাহী চিনিকলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন শ্রমিক-কর্মচারীরা। এসময় তারা ঈদের আগে তাদের বকেয়া বেতনের দাবি জানান। বেতন না দেওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগদান করবেন না বলেও ঘোষণা দেন। যদিও এখন চিনি উৎপাদনের মৌসুম না হওয়ায় খুব একটা কাজও নেই। 
 
বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর