১৯ আগস্ট, ২০১৮ ১৮:০৫

'ক্ষমতার আকাঙ্খায় নতুন করে ষড়যন্ত্রে বিএনপি-জামায়াত'

অনলাইন ডেস্ক

'ক্ষমতার আকাঙ্খায় নতুন করে ষড়যন্ত্রে বিএনপি-জামায়াত'

ফাইল ছবি

বিএনপি-জামায়াত ক্ষমতার আকাঙ্খায় নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। রবিবার দুপুরে রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের মহিলা সদস্যদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।

মেনন বলেন, ‘কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ঘাড়ে চাপতে ব্যর্থ হয়ে তারা এখন নতুন-নতুন অজুহাত খুঁজছে। তাদের ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশ পুনরায় বহু বছরের জন্য পিছিয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি- জামায়াতের এসব ষড়যন্ত্র সফল হলে এ দেশের নারীরাই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে। গত দশ বছরে নারী অধিকার ও নারীর ক্ষমতায়নের প্রশ্নে যে অগ্রগতি সাধিত হয়েছে তা চরমভাবে বাধাগ্রস্ত হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট তাহমিনা, ১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও বিভিন্ন ইউনিটের নারী নেত্রীবৃন্দ ও কর্মীরা এ সমাবেশে উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর