১৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৩১

'নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে সরকার বদ্ধপরিকর'

অনলাইন ডেস্ক

'নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে সরকার বদ্ধপরিকর'

ফাইল ছবি

নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার রাজধানীর ধানমন্ডির স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে চারদিন ধরে চলা উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পলক বলেন, বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের পাশে সবসময় আছে এবং থাকবে। উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম দীর্ঘদিন ধরে আইসিটি খাতে নারীদের নিয়ে এবং নারী উদ্যোক্তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও কার্যক্রম পরিচালনা করেন। তার উদার মানসিকতার কারণেই আমরা বিশ্বমঞ্চে আজ প্রতিষ্ঠিত। বাংলাদেশ আজ গর্বিত।

অনুষ্ঠানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ, উপাচার্য প্রফেসর ড. মুহাম্মাদ আলী নকি, উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের ফাউন্ডার প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সিইও আদিবা রহমান, রেডিও ধ্বনির চেয়ারম্যান ফারহানা চৌধুরী প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর