১৭ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:০৯

সিদ্ধিরগঞ্জে অফিস বন্ধ করে অবৈধ ডিশ ব্যবসায়ীদের পলায়ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে অফিস বন্ধ করে অবৈধ ডিশ ব্যবসায়ীদের পলায়ন

সিদ্ধিরগঞ্জে অবৈধ ডিশ ব্যবায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে গোদনাইল বৌ-বাজার এলাকায় নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে পরিচালিত হয় এ ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ডিশ পরিচালনা প্রতিষ্ঠান ষ্টার ওয়াল্ড ভিশনের মালিক আনোয়ার হোসেন, ফোর ষ্টার ওয়াল্ড ভিশনের মালিক জামির প্রধান তাদের ডিশ অফিস তালা লাগিয়ে পালিয়ে যায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের পাড়া-মহল্লায় অবৈধ ডিশ ব্যবসায়ীরা ডিশ ব্যবসা চালিয়ে আসছিল। এ ডিশ ব্যবসায় তাদের কোন বৈধ কাগজ-পত্র নেই। তাছাড়া মধ্যরাত থেকে এ ডিশ ব্যবসায়ীরা অ-রুচিপূর্ণ অশ্লীল ভিডিওসহ নানা ধরণের খারাপ অনুষ্ঠান প্রচার করে আসছিল। এ খবর পেয়ে এ অবৈধ ডিশ ব্যবসায়ীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যায় ঐ এলাকার অবৈধ ডিশ ব্যবসায়ী ষ্টার ওয়াল্ড ভিশনের মালিক আনোয়ার হোসেন ও ফোর ষ্টার ওয়াল্ড ভিশনের মালিক জামির প্রধান।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানায়, অবৈধ ডিশ ব্যবসায়ীরা পালিয়ে গেলেও আমরা যে কোন সময় অভিযান চালাবো। প্রশাসন এদের বিরুদ্ধে তৎপর রয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর