১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৩৫

খালেদা জিয়ার আইনজীবীদের ফিরিয়ে দিল কারা কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক

খালেদা জিয়ার আইনজীবীদের ফিরিয়ে দিল কারা কর্তৃপক্ষ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার আইনজীবীদের সাক্ষাৎ করতে দেননি কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ৩টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কারাগারের সামনে আসেন খালেদা জিয়ার  তিন আইনজীবী। বিকাল পৌনে ৫টা পর্যন্ত অপেক্ষা করলেও কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি পাননি তারা। ফলে সেখান থেকেই ফিরে যান ওই আইনজীবীরা। 

সাক্ষাৎ করতে যাওয়া আইনজীবীরা হলেন- সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ তালুকদার।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ তালুকদার বলেন, অনুমতি থাকলেও আজকে আমাদের খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়নি কারা কর্তৃপক্ষ। আমরা এখন ফিরে যাচ্ছি।

তিনি আরও বলেন, ‘২০ তারিখ ম্যাডামের (খালেদা জিয়া) মামলার তারিখ আছে। আশা করি বুধবার দেখা করতে দিতে পারে।’

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর