১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১২:২১
স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ

ঢাকা উত্তরে ৯৮, দক্ষিণে ৯৩ শতাংশ বাড়ি এডিস মশার ঘাঁটি

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তরে ৯৮, দক্ষিণে ৯৩ শতাংশ বাড়ি এডিস মশার ঘাঁটি

ঢাকা জেলার উত্তরে ৬৬ শতাংশ এলাকার ৯৮ শতাংশ বাসাবাড়িতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননবান্ধব পরিবেশ রয়েছে। এছাড়া দক্ষিণে ৬১ শতাংশ এলাকার ৯৩ শতাংশ বাসাবাড়ির একই অবস্থা। এসব বাসাবাড়িতে এডিস মশার ঘাঁটি অর্থাৎ প্রজননস্তরের লার্ভা-পিউপা পাওয়া গেছে। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সূত্রে জানা যায়, দুই সিটির ৯৩টি ওয়ার্ডের ১০০টি এলাকায় এ জরিপ চালানো হয়। এর মধ্যে দক্ষিণ সিটির ৫৯ ও উত্তর সিটির ৪১টি এলাকা ছিল। ১০ দিন ধরে এ কার্যক্রম চালানো হয় এক হাজার ৯৯৮টি বাসাবাড়িতে। অর্থাৎ ঢাকা উত্তরের ২৭টি (৬৬ শতাংশ) এবং দক্ষিণের ৩৬টি (৬১ শতাংশ) এলাকা জরিপভুক্ত ছিল। 

এর মধ্যে উত্তরের ৯৮ ও দক্ষিণের ৯৩ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার নমুনা মিলেছে। এ ক্ষেত্রে নির্মাণাধীন বাড়ির ছাদ, পানির ট্যাংক, পরিত্যক্ত পরিবহন, টায়ার, প্লাস্টিক ড্রাম, বালতি, মগ, ফুলের টব, রঙের কৌটা ইত্যাদি কারণে এডিস মশার বংশবিস্তার বেশি দেখা যায়। দুই অংশে শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক এলাকা, বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি দপ্তরের এলাকাও ডেঙ্গু বিস্তারের জন্য ঝুঁকিপূর্ণ রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্যানুসারে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত রবিবার সন্ধ্যায় কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্যানুসারে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮২ জনে। এর মধ্যে শুধু চলতি মাসের গত ১৬ দিনে আক্রান্ত হয়েছে এক হাজার ২৬৬ জন। 

বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর