১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৩৫

গাজীপুর সিটির উচ্ছেদ কার্যক্রম শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটির উচ্ছেদ কার্যক্রম শুরু

গাজীপুর সিটি করপোরেশনকে একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার অংশ হিসেবে মহাসড়কের দুই পাশে অবৈধ ফুটপাত ও দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে চান্দনা চৌরাস্তায় গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর মেট্টোপলিন পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অংশগ্রহণে এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

উচ্ছেদ কার্যক্রমে সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এর আগে মহাসড়ক থেকে দোকানপাট সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়।

উচ্ছেদ কার্যক্রমে অংশ নিয়ে মেয়র বলেন, গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি গড়ার জন্য মহাসড়কে কোনভাবেই ময়লা আবর্জনা রাখা যাবে না, যানজট করা যাবে না। এজন্য আজকে অবৈধভাবে ফুটপাতে গড়ে ওঠা দোকান পাট উচ্ছেদ করা হচ্ছে। এসব ব্যবসায়ীরা যাতে বৈধভাবে ব্যবসা করতে পারে সেজন্য বিনা জামানতে সিটির পক্ষ থেকে আলাদা মার্কেটের ব্যবস্থা করা হবে।

এদিকে, উচ্ছেদের খবর পেয়ে অভিযানের আগেভাগেই অনেক দোকানি স্ব-উদ্যোগে তাদের দোকান পাট সরিয়ে নেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর