Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:০৭ অনলাইন ভার্সন
খুলনায় স্থপতিদের কাছে গণহারে চাঁদা দাবি
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনায় স্থপতিদের কাছে গণহারে চাঁদা দাবি

খুলনা মহানগরীতে স্থপতিদের কাছে গণহারে চাঁদা দাবি করেছে একটি নিষিদ্ধ সংগঠন। বুধবার সকাল থেকে কমপক্ষে চারজনকে মুঠোফোনে চাঁদা দাবি ও হুমকি দেয়া হয়। এর মধ্যে স্থপতি একেএম ফয়জুল আলম খালিশপুর থানায় জিডি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে একেএম ফয়জুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে ফোন করে নিষিদ্ধ সংগঠনের পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ভয়-ভীতিসহ হত্যার হুমকি দেওয়া হয়।

এর কিছুক্ষণ পরে স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয় ও জাহিদুর রহমানের মুঠোফোনে চাঁদা দাবি করা হয়। স্থপতি আল-মাসুম বিল্লার ফোনে একই মোবাইল নম্বার থেকে ফোন করলেও তিনি তা রিসিভ করেননি। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।


বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

আপনার মন্তব্য

up-arrow