১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:২৭

ইস্কাটনে জোড়া খুন; এমপিপুত্র রনির মামলায় রায় ৪ অক্টোবর

আদালত প্রতিবেদক:

ইস্কাটনে জোড়া খুন; এমপিপুত্র রনির মামলায় রায় ৪ অক্টোবর

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলার রায়ের জন্য আগামী ৪ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। এ মামলায় একমাত্র আসামি সংরক্ষিত নারী আসনের সরকার দলীয় সংসদ সদস্য বেগম পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি। 

আজ ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ঈমাম মামলাটির যুক্তি-তর্কের শুনানি শেষ করে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।

এর আগে গত ৮ মে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন বিচারক স্বঃপ্রণোদিত হয়ে রায় ঘোষণার তারিখ বাতিল করে পুনরায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন। পরে ওই আদালতের বিরুদ্ধে আসামি পক্ষের বদলি মিস মামলা করার কারণে মামলাটি দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। এর আগে মামলাটির বিচারকালে আদালত ৩৭ জনের মধ্যে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর