২০ সেপ্টেম্বর, ২০১৮ ২০:২৮

বিরোধী দলীয় চিফ হুইপ হলেন নুরুল ইসলাম ওমর

নিজস্ব প্রতিবেদক

বিরোধী দলীয় চিফ হুইপ হলেন নুরুল ইসলাম ওমর

সংসদের বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির এমপি নুরুল ইসলাম ওমর (বগুড়া-৬)। মৃত্যুজনিত কারণে এই পদটি শূন্য হয়। বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ মো. তাজুল ইসলাম (কুড়িগ্রাম-২) গত ১৩ আগস্ট ইন্তেকাল করেন।

সংসদের বিরোধী দলের কার্যালয় থেকে প্রেরীত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের অনুরোধে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে তার মনোনয় অনুমোদন করেন। আজ তিনি সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের কার্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
মোঃ নুরুল ইসলাম ওমর ১৯৫৫ সালে ১৩ জানুয়ারি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে বগুড়া মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে এসএসসি, ১৯৭৩ সালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১০ সালে ঢাকার দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। তিনি এবারই প্রথম এমপি নির্বাচিত হয়েছেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর