২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৩৯

'এটা রাজনৈতিকভাবে পর্যুদস্ত নেতাদের ঐক্য'

নিজস্ব প্রতিবেদক

'এটা রাজনৈতিকভাবে পর্যুদস্ত নেতাদের ঐক্য'

ফাইল ছবি

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রাজনীতির মাঠে পর্যুদস্ত বিএনপি-জামাত ড. কামাল-বি চৌধুরীর ঘাড়ে সওয়ার হয়েছে। এর মধ্য দিয়ে বিএনপি আবার জীবন ফিরে পাওয়ার চেষ্টা করছে। তাদের এ ঐক্য জনগণের ঐক্য নয়। এটা নাম সর্বস্ব দল এবং রাজনৈতিকভাবে পর্যুদস্ত নেতাদের ঐক্য। এতে ভোটারদের মধ্যে কোনো প্রতিফলন ঘটবে না।   

সোমবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়ন বাজারে স্থানীয় স্কুল মাঠে এক জনসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। 

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সংসদ বহাল রেখেই সংবিধান সম্মত পন্থায় আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। সংবিধানের বিধি-বিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই। আর নির্বাচনকে বাধাগ্রস্থ করার শক্তি তাদের নেই। 

ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- মন্জুরুল আলম রাজীব, বেলাল হোসেন প্রমুখ। 

এর আগে ওই বাজারে জনসংযোগ করে নৌকার পক্ষে ভোট চান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর