২৪ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৩৪

বরিশালে জালিয়াত চক্রের সদস্য ৪ মহুরী ৭দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে জালিয়াত চক্রের সদস্য ৪ মহুরী ৭দিনের রিমান্ডে

বরিশালে জালিয়াত চক্রের সদস্য ৪ আইনজীবী সহকারীকে (মহুরী) জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক হোসাইন গত রবিবার এই নির্দেশ দেন। এর আগে ওই মহুরীদের গত ১৮ সেপ্টেম্বর বানারীপাড়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জমির জাল দলিল ডিক্রির রায়, ভুয়া ওয়ারেন্টনামা তৈরির জন্য ব্যবহৃত বৃটিশ, পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিপুল পরিমাণ স্ট্যাম্প, ফলি, প্রধানমন্ত্রীর দপ্তর সহ বিভিন্ন সরকারী গুরুত্বপূর্ণ দপ্তরের কয়েক শ’ সিল। 

আদালতে রিমান্ড মঞ্জুর হওয়া মহুরীরা হলো- আ. মন্নান তালুকদার, বাবুল চৌকিদার, নজর আলী মৃধা ও শাহাজাহান হাওলাদার। মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার এসআই মোশারফ হোসেন জানান, ওই ৪ মহুরীকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর