২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:১৫

নির্বাচনে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবে : ডিজি

গাজীপুর প্রতিনিধি

নির্বাচনে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবে : ডিজি

ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনে প্রায় পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে জানিয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ বলেছেন, তাদের মধ্যে ৮০ হাজার অস্ত্রধারী থাকবেন। এ লক্ষে আনসার সদস্যদের প্রশিক্ষিত করা হয়েছে। 

 
বুধবার সকালে গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমীতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপ এর সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, আগামী দুর্গা পূজায় প্রায় দেড় লাখ আনসার সদস্য সারাদেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন- বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নূরুল আলম, একাডেমীর কমান্ড্যান্ট এ কে এম মিজানুর রহমানসহ বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা। 

কুচকাওয়াজ শেষে তিনজন কৃতি প্রশিক্ষণার্থীকে পুরষ্কার প্রদান করেন প্রধান অতিথি মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। উক্ত প্রশিক্ষণে মোট ১১৮৯ জন সাধারণ আনসার প্রশিক্ষণার্থী মোট ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর