২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৪৮

খুলনায় গায়েবী মামলা প্রত্যাহারসহ ৪ দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় গায়েবী মামলা প্রত্যাহারসহ ৪ দাবি বিএনপির

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তি, ডিজিটাল আইন বাতিল ও প্রশাসনকে নিরপেক্ষ রাখার দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। 

আজ দুপুরে মহানগর বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব দাবির কথা জানান মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। 

তিনি বলেন, এখন পটকা বানানো হয় থানাতেই। ওই পটকা দিয়ে সাজানো মামলায় বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়। গত কয়েকদিনে খুলনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪টি অস্তিত্বহীন মামলা হয়েছে। এর মধ্যে ব্রিজ ভাঙার চেষ্টা, চলাচলের রাস্তা কেটে নাশকতার গায়েবী মামলা রয়েছে। 

নজরুল ইসলাম মঞ্জু বলেন, পুলিশকে দিয়ে দমননীতি ও সাঁড়াশি অভিযান চালিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য মাঠ ফাঁকা করা হচ্ছে। তবে হাজারো মামলা দিয়েও বিএনপিকে মাঠ থেকে সরানো যাবে না।  

এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম ও কাজী সেকেন্দার আলী ডালিম উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর